Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অনুমোদিত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১২ বার পঠিত

দীপ্ত ডেস্ক

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন অনুমোদিত সিদ্ধান্তগুলো এখনো বাস্তবায়নাধীন রয়েছে তার কারণও জানতে চান তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ আদেশ দেওয়ার কারণ জানতে চান।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মন্ত্রিপরিষদের বৈঠক অনুমোদন পাওয়া ১৬টি আইন রয়েছে- যা এখনো আইন আকারে উপস্থাপনের জন্য সংসদে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪টি আইন রয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে বলে মন্ত্রিপরিষদকে অবহিত করা হলে কেন বাস্তবায়নাধীন রয়েছে, এখনো কেন বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তা বিস্তারিত আকারে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরও কেন খসড়া আইন সংসদে উপস্থাপনের জন্য পাঠানো যাচ্ছে না, তা দ্রুত প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন। এসব সিদ্ধান্ত কবে থেকে বাস্তবায়িত হবে বা আদৌ বাস্তবায়ন হবে কিনা তাও জানাতে বলেন তিনি। প্রয়োজনে সেসব সিদ্ধান্ত বাতিল হলেও মন্ত্রিসভাকে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অনুমোদিত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৮:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন অনুমোদিত সিদ্ধান্তগুলো এখনো বাস্তবায়নাধীন রয়েছে তার কারণও জানতে চান তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ আদেশ দেওয়ার কারণ জানতে চান।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মন্ত্রিপরিষদের বৈঠক অনুমোদন পাওয়া ১৬টি আইন রয়েছে- যা এখনো আইন আকারে উপস্থাপনের জন্য সংসদে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪টি আইন রয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে বলে মন্ত্রিপরিষদকে অবহিত করা হলে কেন বাস্তবায়নাধীন রয়েছে, এখনো কেন বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তা বিস্তারিত আকারে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরও কেন খসড়া আইন সংসদে উপস্থাপনের জন্য পাঠানো যাচ্ছে না, তা দ্রুত প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন। এসব সিদ্ধান্ত কবে থেকে বাস্তবায়িত হবে বা আদৌ বাস্তবায়ন হবে কিনা তাও জানাতে বলেন তিনি। প্রয়োজনে সেসব সিদ্ধান্ত বাতিল হলেও মন্ত্রিসভাকে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।