Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নর্দমা থেকে জীবিত নবজাতককে রাস্তায় তুলে আনল কুকুর

সিলেট প্রতিনিধি

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল। ওই সময় একদল কুকুর জীবিত নবজাতককে নর্দমা থেকে খেতে রাস্তায় নিয়ে যায়। এ দৃশ্য দেখে নবজাতককে উদ্ধার করেন এক নারী। নবজাতকটি আনুমানিক এক দিন বয়সী মেয়ে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর ১৮ নং ওয়ার্ডের আশপাশের এলাকায়।

স্থানীয়রা জানান, শহরের আশপাশের এলাকার একটি নর্দমা থেকে একদল কুকুর শিশুটিকে খেতে রাস্তায় নিয়ে আসে। তখন তা স্থানীয় এক নারীর নজরে পড়ে। তিনি রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটির হাতে, পায়ে, পিঠে ও ঘাড়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি নাড়িও কাটা হয়নি।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে এক নারী এক বছরের শিশুকে ওসমানীতে ভর্তি করেন। বর্তমানে ওই নারী শিশুটিকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে রয়েছেন। শিশুটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। কুকুরের কামড়ে এসব ক্ষত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা তাকে পর্যবেক্ষণ করছি। তবে শিশুটি শঙ্কামুক্ত নয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নর্দমা থেকে জীবিত নবজাতককে রাস্তায় তুলে আনল কুকুর

আপডেট টাইম : ১০:২৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

সিলেট প্রতিনিধি

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল। ওই সময় একদল কুকুর জীবিত নবজাতককে নর্দমা থেকে খেতে রাস্তায় নিয়ে যায়। এ দৃশ্য দেখে নবজাতককে উদ্ধার করেন এক নারী। নবজাতকটি আনুমানিক এক দিন বয়সী মেয়ে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর ১৮ নং ওয়ার্ডের আশপাশের এলাকায়।

স্থানীয়রা জানান, শহরের আশপাশের এলাকার একটি নর্দমা থেকে একদল কুকুর শিশুটিকে খেতে রাস্তায় নিয়ে আসে। তখন তা স্থানীয় এক নারীর নজরে পড়ে। তিনি রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটির হাতে, পায়ে, পিঠে ও ঘাড়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি নাড়িও কাটা হয়নি।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে এক নারী এক বছরের শিশুকে ওসমানীতে ভর্তি করেন। বর্তমানে ওই নারী শিশুটিকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে রয়েছেন। শিশুটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। কুকুরের কামড়ে এসব ক্ষত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা তাকে পর্যবেক্ষণ করছি। তবে শিশুটি শঙ্কামুক্ত নয়।