Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হাওরে ধান কিনতে এসে ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মদনে হাওরে ধান কিনতে এসে ইজিবাইকের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মদন-খালিয়াজুরি সড়কে উচিতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলী মিয়া (৬১) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাইকচালক নাছির উদ্দিনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ধান কিনতে মদন উপজেলার হাওরে আসেন ব্যবসায়ী আলী মিয়া। ধান কিনে উচিতপুর থেকে মোটরসাইকেলে কেন্দুয়ার উদ্দেশে রওনা হন। পথে বিপরীত দিক থেকে চালের বস্তা বহনকারী একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইক চালক ও আলী মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ব্যবসায়ী আলীকে মৃত ঘোষণা করেন।

মদন থানার এসআই আব্দুল হাই জানান, সড়ক দুর্ঘটনায় আলী মিয়া নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাওরে ধান কিনতে এসে ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মদনে হাওরে ধান কিনতে এসে ইজিবাইকের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মদন-খালিয়াজুরি সড়কে উচিতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলী মিয়া (৬১) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাইকচালক নাছির উদ্দিনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ধান কিনতে মদন উপজেলার হাওরে আসেন ব্যবসায়ী আলী মিয়া। ধান কিনে উচিতপুর থেকে মোটরসাইকেলে কেন্দুয়ার উদ্দেশে রওনা হন। পথে বিপরীত দিক থেকে চালের বস্তা বহনকারী একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইক চালক ও আলী মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ব্যবসায়ী আলীকে মৃত ঘোষণা করেন।

মদন থানার এসআই আব্দুল হাই জানান, সড়ক দুর্ঘটনায় আলী মিয়া নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।