Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৮০০ কোচ-ইঞ্জিন আমদানি করা হবে: রেলমন্ত্রী

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ২৯ বার পঠিত

দীপ্ত ডেস্ক

রেলের সক্ষমতা বাড়ানোর জন্য কোচ আমদানি করা হচ্ছে। লোকোমোটিভ আমদানির ব্যবস্থা নিয়েছি। আমরা ২০০ বগি আমদানির জন্য অনুমোদন পেয়েছি। আমরা আশা করি এক বছরের মধ্যে ৭০০ থেকে ৮০০ কোচ এবং ইঞ্জিন আমদানি করে ট্রেনে যাত্রী পরিবহনের ক্ষমতা এবং মাল পরিবহনের সক্ষমতা বাড়াতে পারবো বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

বুধবার ঢাকা রেলওয়ে স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এ সব কথা বলেন।

জিল্লুল হাকিম ঈদ যাত্রায় রেলওয়ের প্রস্তুতি সম্পর্কে বলেন, ঈদে যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য আমাদের রেলপথ মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এখানে আমরা ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করেছি। বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যারা সিট পান না তারা যেন অন্তত দাঁড়াতে পারেন সেজন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যারা ঈদে বাড়ি যাবে তাদের সবাইকে পাঠানো আমাদের পক্ষে সম্ভব নয়।

টিকিট কালোবাজারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের ঈদে টিকিট কালোবাজারি ঠেকাতে আমরা ব্যবস্থা নিয়েছি। এসব ব্যবস্থা যাত্রীদের কল্যাণে। নিরাপত্তা রক্ষায় আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে, র‌্যাব, পুলিশ ও সরকারি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। আমরা আমাদের প্রচেষ্টার ত্রুটি করিনি। আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৮০০ কোচ-ইঞ্জিন আমদানি করা হবে: রেলমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

রেলের সক্ষমতা বাড়ানোর জন্য কোচ আমদানি করা হচ্ছে। লোকোমোটিভ আমদানির ব্যবস্থা নিয়েছি। আমরা ২০০ বগি আমদানির জন্য অনুমোদন পেয়েছি। আমরা আশা করি এক বছরের মধ্যে ৭০০ থেকে ৮০০ কোচ এবং ইঞ্জিন আমদানি করে ট্রেনে যাত্রী পরিবহনের ক্ষমতা এবং মাল পরিবহনের সক্ষমতা বাড়াতে পারবো বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

বুধবার ঢাকা রেলওয়ে স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এ সব কথা বলেন।

জিল্লুল হাকিম ঈদ যাত্রায় রেলওয়ের প্রস্তুতি সম্পর্কে বলেন, ঈদে যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য আমাদের রেলপথ মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এখানে আমরা ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করেছি। বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যারা সিট পান না তারা যেন অন্তত দাঁড়াতে পারেন সেজন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যারা ঈদে বাড়ি যাবে তাদের সবাইকে পাঠানো আমাদের পক্ষে সম্ভব নয়।

টিকিট কালোবাজারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের ঈদে টিকিট কালোবাজারি ঠেকাতে আমরা ব্যবস্থা নিয়েছি। এসব ব্যবস্থা যাত্রীদের কল্যাণে। নিরাপত্তা রক্ষায় আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে, র‌্যাব, পুলিশ ও সরকারি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। আমরা আমাদের প্রচেষ্টার ত্রুটি করিনি। আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি।