Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফকিরহাটের নওয়াপাড়া রাধা-গবিন্দমন্দিরে মহানামযজ্ঞানুষ্টান আজ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন সার্বজনীন শ্রী শ্রী তারকব্রম্ম মহানামযজ্ঞানুষ্টান টাউন নওয়াপাড়া বাজার শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে আজ রবিবার (১৪ই এপ্রিল) ভোর থেকে আরম্ব হচ্ছে। ৪৫তম ৮ম প্রহর ব্যাপী এ মহানামযজ্ঞানুষ্টানে নাম রসামূত পরিবেশন করবেন, সাতক্ষীরার রিনা-বিনা অষ্টসখী সম্প্রদায়, রামপালের জয় মা তারা সম্প্রদায়, বাগেরহাটের শ্রী হরিগুরু মাতৃছায়া সম্প্রদায়, মোংলার কল্যানী সম্প্রদায় ও ডুমুরিয়ার দেবশ্রী সম্প্রদায়। উক্ত মহানামযজ্ঞানুষ্টানে সকল ভক্তবৃন্দদের যথা সময়ে উপস্থিত থেকে নাম রসামূত শ্রবণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন, সভাপতি দীপক কুমার দাশ, সাধারন সম্পাদক সুশীল কুমার দাশ ও কোষাধ্যক্ষ মিহির সরকার। উল্লেখ্য আজ থেকে ৪৫বছর আগে স্বর্গীয় মাখন লাল হালদার উক্ত রাধা-গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞানুষ্টান শুরু করেন। এর পর হতে ধারাবাহিক ভাবে উক্ত রাধা-গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞানুষ্টান চলে আসছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফকিরহাটের নওয়াপাড়া রাধা-গবিন্দমন্দিরে মহানামযজ্ঞানুষ্টান আজ

আপডেট টাইম : ০১:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন সার্বজনীন শ্রী শ্রী তারকব্রম্ম মহানামযজ্ঞানুষ্টান টাউন নওয়াপাড়া বাজার শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে আজ রবিবার (১৪ই এপ্রিল) ভোর থেকে আরম্ব হচ্ছে। ৪৫তম ৮ম প্রহর ব্যাপী এ মহানামযজ্ঞানুষ্টানে নাম রসামূত পরিবেশন করবেন, সাতক্ষীরার রিনা-বিনা অষ্টসখী সম্প্রদায়, রামপালের জয় মা তারা সম্প্রদায়, বাগেরহাটের শ্রী হরিগুরু মাতৃছায়া সম্প্রদায়, মোংলার কল্যানী সম্প্রদায় ও ডুমুরিয়ার দেবশ্রী সম্প্রদায়। উক্ত মহানামযজ্ঞানুষ্টানে সকল ভক্তবৃন্দদের যথা সময়ে উপস্থিত থেকে নাম রসামূত শ্রবণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন, সভাপতি দীপক কুমার দাশ, সাধারন সম্পাদক সুশীল কুমার দাশ ও কোষাধ্যক্ষ মিহির সরকার। উল্লেখ্য আজ থেকে ৪৫বছর আগে স্বর্গীয় মাখন লাল হালদার উক্ত রাধা-গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞানুষ্টান শুরু করেন। এর পর হতে ধারাবাহিক ভাবে উক্ত রাধা-গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞানুষ্টান চলে আসছে।