Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যাহ্ন বিরতির আগেই তিন উইকেট হারালো বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ২১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সোমবার শুরু হয়েছে। চট্টগ্রামে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাব দিতে ১ উইকেট হারিয়ে ৫৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জাকির হাসান ৫ ওভারে ২৮ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ৯ বলে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।

তাইজুলকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল ওপেনার জাকির হাসান। প্রথম ঘন্টায় মাত্র ৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে। জাকিরের হাফ সেঞ্চুরির পরই টাইগার শিবিরে আঘাত হানে ফার্নান্ডো। তার ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে ব্যর্থ হন জাকির। উপড়ে যায় তার লেগ স্টাম্প। এর আগে তিনি করেন ৫৪ রান।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রবাত জয়াসুরিয়ার বলে ফ্লিক করার সময় শর্ট মিডউইকেটে দিমুত করুণারত্নের হাতে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। তার আগে করেন মাত্র ১ রান। পরের ওভারে ফার্নান্ডোর শিকার হন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল। ১০৫ রানে ৪ উইকেট হারানো টাইগারদের দায়িত্ব এখন সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মুমিনুল হকের কাঁধে। লাঞ্চে যাওয়ার আগে তারা যথাক্রমে ৬ ও ২ রান করে।

৪ উইকেট ও ১১৫ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। এর আগে টাইগারদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রান করে শ্রীলঙ্কা। গতকাল বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৫৫ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মধ্যাহ্ন বিরতির আগেই তিন উইকেট হারালো বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সোমবার শুরু হয়েছে। চট্টগ্রামে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাব দিতে ১ উইকেট হারিয়ে ৫৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জাকির হাসান ৫ ওভারে ২৮ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ৯ বলে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।

তাইজুলকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল ওপেনার জাকির হাসান। প্রথম ঘন্টায় মাত্র ৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে। জাকিরের হাফ সেঞ্চুরির পরই টাইগার শিবিরে আঘাত হানে ফার্নান্ডো। তার ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে ব্যর্থ হন জাকির। উপড়ে যায় তার লেগ স্টাম্প। এর আগে তিনি করেন ৫৪ রান।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রবাত জয়াসুরিয়ার বলে ফ্লিক করার সময় শর্ট মিডউইকেটে দিমুত করুণারত্নের হাতে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। তার আগে করেন মাত্র ১ রান। পরের ওভারে ফার্নান্ডোর শিকার হন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল। ১০৫ রানে ৪ উইকেট হারানো টাইগারদের দায়িত্ব এখন সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মুমিনুল হকের কাঁধে। লাঞ্চে যাওয়ার আগে তারা যথাক্রমে ৬ ও ২ রান করে।

৪ উইকেট ও ১১৫ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। এর আগে টাইগারদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রান করে শ্রীলঙ্কা। গতকাল বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৫৫ রান।