Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ছুটি যেদিন থেকে

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ৩৪ বার পঠিত

দীপ্ত ডেস্ক

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এবারের রমজান ৩০ দিন ধরা হয়েছে। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকে। তবে কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে। এর আগে, ৭ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল দুইদিন অফিস খোলা।

১১ এপ্রিল ঈদ পড়লে মাত্র একদিন (১০ এপ্রিল) বাড়ি যাওয়ার সুযোগ পাওয়া যাবে। এর মাধ্যমে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির ৯ এপ্রিলকে ঈদের আগে ছুটি ঘোষণার প্রস্তাবে সম্মতি দেয়নি মন্ত্রিসভা। ফলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল সরকারি অফিস-আদালত খোলা থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঈদের ছুটি যেদিন থেকে

আপডেট টাইম : ০৭:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এবারের রমজান ৩০ দিন ধরা হয়েছে। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকে। তবে কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে। এর আগে, ৭ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল দুইদিন অফিস খোলা।

১১ এপ্রিল ঈদ পড়লে মাত্র একদিন (১০ এপ্রিল) বাড়ি যাওয়ার সুযোগ পাওয়া যাবে। এর মাধ্যমে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির ৯ এপ্রিলকে ঈদের আগে ছুটি ঘোষণার প্রস্তাবে সম্মতি দেয়নি মন্ত্রিসভা। ফলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল সরকারি অফিস-আদালত খোলা থাকবে।