Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদের নামাজের প্রধান জামাত আদায় করছেন মুসল্লিরা। মধ্যপ্রাচ্যকে সামনে রেখে চাঁদপুরের ৫টি উপজেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

হাজীগঞ্জের সাদ্রা গ্রামের সদর দরবার শরীফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী মাদানী জানান, ১৯২৮ সাল থেকে তার পিতা সাদ্রার পীর মাওলানা ইসহাক সাহেব (রহ.) বিশ্বের কোথাও চাঁদ দেখার ভিত্তিতে এই প্রথা চালু করেন। এরপর থেকে চাঁদপুরের বিভিন্ন এলাকায় তার অনুসারীরা এ রীতি পালন করে আসছেন। পরে এসব গ্রামের অধিকাংশ মুসল্লি একদিন আগেই রোজা ও ঈদ করতে শুরু করেন। তবে এসব গ্রামের অনেকেই এখনো সরকারি নিয়ম মেনে ঈদ উদযাপন করছেন। শুরুতে এ নিয়ে সমস্যা থাকলেও এখন আর কোনো সমস্যা নেই।

চাঁদপুরে আগাম ঈদ উদযাপনের গ্রামগুলো হচ্ছে- হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা। ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, সমেশপুর, অলিপুর, কাইতারা, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর। এছাড়া মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, দেওয়ানকান্দি পাঁচানী, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, নায়েরগাঁও, এখলাশপুর, দশানী, বেলতলী ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

আপডেট টাইম : ১১:১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদের নামাজের প্রধান জামাত আদায় করছেন মুসল্লিরা। মধ্যপ্রাচ্যকে সামনে রেখে চাঁদপুরের ৫টি উপজেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

হাজীগঞ্জের সাদ্রা গ্রামের সদর দরবার শরীফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী মাদানী জানান, ১৯২৮ সাল থেকে তার পিতা সাদ্রার পীর মাওলানা ইসহাক সাহেব (রহ.) বিশ্বের কোথাও চাঁদ দেখার ভিত্তিতে এই প্রথা চালু করেন। এরপর থেকে চাঁদপুরের বিভিন্ন এলাকায় তার অনুসারীরা এ রীতি পালন করে আসছেন। পরে এসব গ্রামের অধিকাংশ মুসল্লি একদিন আগেই রোজা ও ঈদ করতে শুরু করেন। তবে এসব গ্রামের অনেকেই এখনো সরকারি নিয়ম মেনে ঈদ উদযাপন করছেন। শুরুতে এ নিয়ে সমস্যা থাকলেও এখন আর কোনো সমস্যা নেই।

চাঁদপুরে আগাম ঈদ উদযাপনের গ্রামগুলো হচ্ছে- হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা। ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, সমেশপুর, অলিপুর, কাইতারা, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর। এছাড়া মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, দেওয়ানকান্দি পাঁচানী, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, নায়েরগাঁও, এখলাশপুর, দশানী, বেলতলী ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম।