Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকে ডাকাতির ঘটনায় কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ৩২ বার পঠিত

দীপ্ত ডেস্ক

রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হবে, শাস্তি হবে। আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করবো। অপহরণকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবো বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে দ্রুত উদ্ধারে সব ধরনের কাজ চলছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ব্যাংক ডাকাতিকে ছোট ঘটনা হিসেবে দেখা হয় না। কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা আলোচনার মাঝখানে ঘটেছে। কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানে হামলা, বিদ্যুৎকেন্দ্রে হামলা, ভলভো বাসে অগ্নিকাণ্ড ও শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। এদিকে বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্যাংকে ডাকাতির ঘটনায় কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হবে, শাস্তি হবে। আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করবো। অপহরণকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবো বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে দ্রুত উদ্ধারে সব ধরনের কাজ চলছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ব্যাংক ডাকাতিকে ছোট ঘটনা হিসেবে দেখা হয় না। কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা আলোচনার মাঝখানে ঘটেছে। কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানে হামলা, বিদ্যুৎকেন্দ্রে হামলা, ভলভো বাসে অগ্নিকাণ্ড ও শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। এদিকে বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।