Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে ব্যবস্থা: ইসি আলমগীর

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ১০ বার পঠিত

দীপ্ত ডেস্ক

কে কার আত্মীয় বা কে আত্মীয় নয়- তা নির্বাচন কমিশন দেখবে না। উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখাই আমাদের লক্ষ্য। জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে। এ জন্য যা যা করা দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ চাপ অনুভব করলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ অভিযোগ করার অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।

পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখীসহ জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‍্যাব ও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ সময় ছিলেন।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদের ভোট হবে আগামী ২৯ মে। এরপর চতুর্থ ও শেষ ধাপের ভোট হবে ৫ জুন। সব মিলিয়ে এবার ৪৮৫ উপজেলার ভোট হবে চার ধাপে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে ব্যবস্থা: ইসি আলমগীর

আপডেট টাইম : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

কে কার আত্মীয় বা কে আত্মীয় নয়- তা নির্বাচন কমিশন দেখবে না। উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখাই আমাদের লক্ষ্য। জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে। এ জন্য যা যা করা দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ চাপ অনুভব করলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ অভিযোগ করার অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।

পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখীসহ জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‍্যাব ও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ সময় ছিলেন।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদের ভোট হবে আগামী ২৯ মে। এরপর চতুর্থ ও শেষ ধাপের ভোট হবে ৫ জুন। সব মিলিয়ে এবার ৪৮৫ উপজেলার ভোট হবে চার ধাপে।