Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গরমে দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১৭ বার পঠিত

দীপ্ত ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও বিস্তৃত হবে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনসহ সব ধরনের ট্রেনের গতি কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার বিকেলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কমার তালুকদার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন সেকশনের লোকোমাস্টার ও অন্যান্য কর্মকর্তাদেরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতি বছরই তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়ার অনেক ঘটনা ঘটে। ফলে এবারও আগাম সতর্কতা জারি করেছে রেলওয়ে।

লোকোমাস্টাররা জানিয়েছেন, রেলওয়ে কন্ট্রোল রুম থেকে তাদের গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকে। যখনই তাপমাত্রা প্রতিকূল হয় তখনই এই নির্দেশ কার্যকর হয়৷

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, স্থান, কাল, পাত্র ভেদে এই নির্দেশ কার্যকর হবে। অর্থাৎ, একটি নির্দিষ্ট বিভাগের পরিবেশ, ট্র্যাক অবস্থা সহ সবকিছু বিবেচনা করে এটি কার্যকর। দায়িত্বে থাকা কর্মকর্তারা তাপমাত্রা-পরিবেশ দেখে নির্দেশনা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গরমে দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

আপডেট টাইম : ০৫:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও বিস্তৃত হবে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনসহ সব ধরনের ট্রেনের গতি কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার বিকেলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কমার তালুকদার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন সেকশনের লোকোমাস্টার ও অন্যান্য কর্মকর্তাদেরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতি বছরই তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়ার অনেক ঘটনা ঘটে। ফলে এবারও আগাম সতর্কতা জারি করেছে রেলওয়ে।

লোকোমাস্টাররা জানিয়েছেন, রেলওয়ে কন্ট্রোল রুম থেকে তাদের গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকে। যখনই তাপমাত্রা প্রতিকূল হয় তখনই এই নির্দেশ কার্যকর হয়৷

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, স্থান, কাল, পাত্র ভেদে এই নির্দেশ কার্যকর হবে। অর্থাৎ, একটি নির্দিষ্ট বিভাগের পরিবেশ, ট্র্যাক অবস্থা সহ সবকিছু বিবেচনা করে এটি কার্যকর। দায়িত্বে থাকা কর্মকর্তারা তাপমাত্রা-পরিবেশ দেখে নির্দেশনা দেন।