Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষিবিজ্ঞানীদের হাত ধরে অনেক সাফল্য এসেছে: কৃষিমন্ত্রী

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৮ বার পঠিত

দীপ্ত ডেস্ক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষতি মোকাবিলায় বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

তিনি বলেন, কৃষিবিদরা ইতোমধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধী ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে অনেক সাফল্য অর্জন করেছেন।

মঙ্গলবার রাজধানীর হোটেলে মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ফার্মিং ফিউচার বাংলাদেশ আয়োজিত ‘জলবায়ু কর্মকাণ্ড ও খাদ্য ব্যবস্থার রূপান্তর’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম সেশনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় গবেষণা কার্যক্রম জোরদার করা হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন বজায় রাখতে আমাদের বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

এসময় আরো বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক এমএ সাত্তার মণ্ডল, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, মিশিগান স্টেট ইউনিভার্সিটির সিনিয়র অ্যাসোসিয়েট ডিন জর্জ স্মিথ, ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করিম মেয়ারদিয়া প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কৃষিবিজ্ঞানীদের হাত ধরে অনেক সাফল্য এসেছে: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষতি মোকাবিলায় বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

তিনি বলেন, কৃষিবিদরা ইতোমধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধী ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে অনেক সাফল্য অর্জন করেছেন।

মঙ্গলবার রাজধানীর হোটেলে মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ফার্মিং ফিউচার বাংলাদেশ আয়োজিত ‘জলবায়ু কর্মকাণ্ড ও খাদ্য ব্যবস্থার রূপান্তর’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম সেশনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় গবেষণা কার্যক্রম জোরদার করা হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন বজায় রাখতে আমাদের বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

এসময় আরো বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক এমএ সাত্তার মণ্ডল, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, মিশিগান স্টেট ইউনিভার্সিটির সিনিয়র অ্যাসোসিয়েট ডিন জর্জ স্মিথ, ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করিম মেয়ারদিয়া প্রমুখ।