Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের ছাড় নেই: পরিবেশমন্ত্রী

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • ২০ বার পঠিত

দীপ্ত ডেস্ক

সন্ত্রাসী, মানুষ নিপীড়ক, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোনো ছাড় নেই। দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সকল নাগরিকের সাথে সমান আচরণ করা হয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শুক্রবার গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নং ওয়ার্ডের প্রায় ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো কাজের প্রতিযোগিতায় ব্যস্ত। জনগণের পাশে থাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর আবুল কালাম আজাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের ছাড় নেই: পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

সন্ত্রাসী, মানুষ নিপীড়ক, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোনো ছাড় নেই। দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সকল নাগরিকের সাথে সমান আচরণ করা হয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শুক্রবার গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নং ওয়ার্ডের প্রায় ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো কাজের প্রতিযোগিতায় ব্যস্ত। জনগণের পাশে থাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর আবুল কালাম আজাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।