Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ১১ বার পঠিত

দীপ্ত ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতর আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ এর উদ্বোধন করেছেন। এ সময় প্রোটিনের স্থানীয় চাহিদা মেটাতে এই ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের (বিআইসিসি) পাশে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে ডেইরি খাতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন এবং পোল্ট্রি খাতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে প্রাণিসম্পদ খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও অর্জনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এবারের প্রতিপাদ্য- ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।’

দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দেখতে পারবেন। এ ক্ষেত্রে দর্শনার্থীদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। দুই দিনব্যাপী প্রদর্শনী শেষ হবে শুক্রবার।

সারাদেশের পোল্ট্রি ও ডেইরি খামারিরা মেলায় তাদের গবাদিপশু-পাখি প্রদর্শনের জন্য যোগ দিয়েছেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রজাতির গবাদিপশু প্রদর্শনের জন্য প্রদর্শনী ময়দানে প্রায় ২৫টি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে সরকারি কর্তৃপক্ষের জন্য বরাদ্দ রয়েছে ৭টি প্যাভিলিয়ন।

আয়োজকদের মতে, প্রদর্শনীটি তৃণমূল কৃষকদের জন্য মেগা কোম্পানির মতো একই জায়গায় তাদের গবাদি পশু উৎপাদন ও বিক্রি করার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতর আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ এর উদ্বোধন করেছেন। এ সময় প্রোটিনের স্থানীয় চাহিদা মেটাতে এই ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের (বিআইসিসি) পাশে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে ডেইরি খাতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন এবং পোল্ট্রি খাতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে প্রাণিসম্পদ খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও অর্জনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এবারের প্রতিপাদ্য- ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।’

দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দেখতে পারবেন। এ ক্ষেত্রে দর্শনার্থীদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। দুই দিনব্যাপী প্রদর্শনী শেষ হবে শুক্রবার।

সারাদেশের পোল্ট্রি ও ডেইরি খামারিরা মেলায় তাদের গবাদিপশু-পাখি প্রদর্শনের জন্য যোগ দিয়েছেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রজাতির গবাদিপশু প্রদর্শনের জন্য প্রদর্শনী ময়দানে প্রায় ২৫টি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে সরকারি কর্তৃপক্ষের জন্য বরাদ্দ রয়েছে ৭টি প্যাভিলিয়ন।

আয়োজকদের মতে, প্রদর্শনীটি তৃণমূল কৃষকদের জন্য মেগা কোম্পানির মতো একই জায়গায় তাদের গবাদি পশু উৎপাদন ও বিক্রি করার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করবে।