Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড ছাড়িয়ে ৪১.৩ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

টানা চারদিন ধরে তীব্র তাপপ্রবাহে ভুগছে চুয়াডাঙ্গার বাসিন্দারা। একই সময়ে টানা চার দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এ অবস্থায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন জেলাজুড়ে তাপ সতর্কতা জারি করে শহরে মাইকিং করেছে। বৃহস্পতিবার রাতে এ সতর্কতা জারি করা হয়।

এদিকে, শুক্রবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলা প্রশাসনের প্রচারণায় অকারণে ঘর থেকে বের হওয়া বন্ধ করার কথা বলা হয়েছে। বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। বৃদ্ধ, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এবং শিশুদের মতো দুর্বল ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চলমান তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে জেলায় বৃষ্টির কোনো ভালো খবর নেই।

এদিকে, তীব্র তাপে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চিকিৎসকরা বলছেন, সাধারণ মানুষকে তাপ সতর্কতার নির্দেশনা মেনে চলতে হবে। কোন সমস্যা হলে নিকটস্থ হাসপাতালে যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রেকর্ড ছাড়িয়ে ৪১.৩ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপডেট টাইম : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

টানা চারদিন ধরে তীব্র তাপপ্রবাহে ভুগছে চুয়াডাঙ্গার বাসিন্দারা। একই সময়ে টানা চার দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এ অবস্থায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন জেলাজুড়ে তাপ সতর্কতা জারি করে শহরে মাইকিং করেছে। বৃহস্পতিবার রাতে এ সতর্কতা জারি করা হয়।

এদিকে, শুক্রবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলা প্রশাসনের প্রচারণায় অকারণে ঘর থেকে বের হওয়া বন্ধ করার কথা বলা হয়েছে। বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। বৃদ্ধ, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এবং শিশুদের মতো দুর্বল ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চলমান তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে জেলায় বৃষ্টির কোনো ভালো খবর নেই।

এদিকে, তীব্র তাপে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চিকিৎসকরা বলছেন, সাধারণ মানুষকে তাপ সতর্কতার নির্দেশনা মেনে চলতে হবে। কোন সমস্যা হলে নিকটস্থ হাসপাতালে যান।