Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা সমাধানে নিউজিল্যান্ডকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ২৯ বার পঠিত

দীপ্ত ডেস্ক

বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালনের জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। বর্তমানে রোহিঙ্গা দেশের জন্য একটি বড় সমস্যা। সময় যত গড়াচ্ছে, দেশের সরকার ও জনগণের ওপর চাপ বাড়ছে।

তিনি আশা প্রকাশ করেন যে নিউজিল্যান্ড রোহিঙ্গাদের সম্মানজনকভাবে তাদের দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য ডেভিড পাইনকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে নিউজিল্যান্ড বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার আরও সুযোগ পাবে।

সাক্ষাতের সময় নিউজিল্যান্ডের বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতে নিউজিল্যান্ডে বাংলাদেশিদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সমাধানে নিউজিল্যান্ডকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৬:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালনের জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। বর্তমানে রোহিঙ্গা দেশের জন্য একটি বড় সমস্যা। সময় যত গড়াচ্ছে, দেশের সরকার ও জনগণের ওপর চাপ বাড়ছে।

তিনি আশা প্রকাশ করেন যে নিউজিল্যান্ড রোহিঙ্গাদের সম্মানজনকভাবে তাদের দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য ডেভিড পাইনকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে নিউজিল্যান্ড বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার আরও সুযোগ পাবে।

সাক্ষাতের সময় নিউজিল্যান্ডের বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতে নিউজিল্যান্ডে বাংলাদেশিদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।