Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেইলি রোডের আগুনে হতাহতের ঘটনা নিয়ে যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৪১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • ২৬ বার পঠিত

দীপ্ত ডেস্ক

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন জানান, অক্সিজেনের অভাবে তাদের বেশিরভাগেরই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মো. মাইন উদ্দিন বলেন, ‘ওই ভবনে বেশ কিছু রেস্টুরেন্ট ছিল, সিলিন্ডারও ছিল। এ কারণে ভবনটি ছিল অগ্নিচুল্লির মতো। যার জন্য দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। যারা মারা গেছে তারা আগুনে পুড়ে যাওয়ার চেয়ে অক্সিজেনের অভাবে মারা যেতে পারেন।’

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এদিকে, আজ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জুয়েল নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। শুক্রবার ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিসি, ঢাকা) আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাতে বেইলি রোডের অগ্নিকাণ্ডে আহত ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয় বলে তিনি জানেন। এই নিয়ে নিহতের সংখ্যা ৪৫। এছাড়া পরিচয়ের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বেইলি রোডের আগুনে হতাহতের ঘটনা নিয়ে যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি

আপডেট টাইম : ১১:৪১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

দীপ্ত ডেস্ক

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন জানান, অক্সিজেনের অভাবে তাদের বেশিরভাগেরই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মো. মাইন উদ্দিন বলেন, ‘ওই ভবনে বেশ কিছু রেস্টুরেন্ট ছিল, সিলিন্ডারও ছিল। এ কারণে ভবনটি ছিল অগ্নিচুল্লির মতো। যার জন্য দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। যারা মারা গেছে তারা আগুনে পুড়ে যাওয়ার চেয়ে অক্সিজেনের অভাবে মারা যেতে পারেন।’

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এদিকে, আজ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জুয়েল নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। শুক্রবার ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিসি, ঢাকা) আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাতে বেইলি রোডের অগ্নিকাণ্ডে আহত ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয় বলে তিনি জানেন। এই নিয়ে নিহতের সংখ্যা ৪৫। এছাড়া পরিচয়ের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।