Dhaka , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়া: পররাষ্ট্রমন্ত্রী

  • দীপ্ত ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৮ বার পঠিত

দীপ্ত ডেস্ক

১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়- তার দল বিএনপি মুজিবনগর সরকারের শপথগ্রহণ দিবস ১৭ এপ্রিল পালন করে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার গ্রিসের রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সেই ৭ মার্চকেও পালন করে না। এটা প্রমাণ করে বিএনপি কতটা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করে।

মুজিবনগর দিবসের স্মরণে তিনি বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের আগে মধ্যরাতে দেশি-বিদেশি সাংবাদিকদের কলকাতা প্রেসক্লাবে জড়ো হতে বলা হয়েছিল। গোপনে পরের দিন সকালে তারা মুজিবনগরে পৌঁছে যেখান থেকে খবরটি প্রচার করে।

বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মোহাম্মদ খালেদ, গ্রিস আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মাতব্বর, সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়া: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

দীপ্ত ডেস্ক

১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়- তার দল বিএনপি মুজিবনগর সরকারের শপথগ্রহণ দিবস ১৭ এপ্রিল পালন করে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার গ্রিসের রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সেই ৭ মার্চকেও পালন করে না। এটা প্রমাণ করে বিএনপি কতটা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করে।

মুজিবনগর দিবসের স্মরণে তিনি বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের আগে মধ্যরাতে দেশি-বিদেশি সাংবাদিকদের কলকাতা প্রেসক্লাবে জড়ো হতে বলা হয়েছিল। গোপনে পরের দিন সকালে তারা মুজিবনগরে পৌঁছে যেখান থেকে খবরটি প্রচার করে।

বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মোহাম্মদ খালেদ, গ্রিস আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মাতব্বর, সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।